কবিতা:- গাও সাম্যের গান
✍️ মনোজ ভৌমিক

ঊনিশ আমার বুকের মধ্যে
একুশ মায়ের কথা,
বীর শহীদের রক্তে লেখা
ভাষায় স্বাধীনতা।

একটা মানুষ, একটা দেশ,
দামাল ছেলের জুটি,
এ বিশ্বকে বুঝিয়েছিল
মাতৃ দুগ্ধের স্তুতি।

সেই ফাগুনে রক্ত ঝরালো
কুচক্রী এক হায়না,
বাংলা মায়ের কন্ঠ রোধে
ধরলো ভীষণ বায়না।

বরকত আর রফিক দলে
জুড়লো ভাই সালাম,
শফিউর আর জাব্বর সাথী
করলো কাম তামাম।

বীর শহীদদের রক্তে লেখা
বাহান্নোর উপকথা,
একাত্তরে মুছিয়ে দিলো
সকল দুঃখ ব্যথা।

বিশ্ব মাঝে মাতৃভাষাকে
দিলো যারা সম্মান,
তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে
গাও সাম্যের গান।