কবিতা:- গদি বাঁচুক হেথায়
✍️ মনোজ ভৌমিক

মরছে মানুষ, বাড়ছে রোগ,
ভোটটা চলছে খাসা,
গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে
শুনি মানবতার ভাষা!

শুনতে তোমায় হবেই বন্ধু
ব্যর্থ ঐ সংলাপ,
তোমার আমার কান্না আজ
সময়ের প্রলাপ।

বাধা নিষেধ অগ্রাহ্য করে
ময়দানে গড়ো জোট,
মরা কান্না কেঁদে তোমায়
দিতেই হবে ভোট।

ভুখা পেটে জ্বলুক আগুন
নামটাতো পরিযায়ী!
মরলে তোমার বরাদ্দ নেই
দুই গজের আশ্রয়ী!!

এমন দেশটি খুঁজে বলো
পাবে আর কোথায়?
মানুষ মরলে কি আসে যায়!!
গদি বাঁচুক হেথায়!