কবিতা :- গোলাপ নয় পারিজাত চাই
     মনোজ ভৌমিক


ডোবার ধারে ডুমুর শাখে ভরা জংলী লতাপাতা,
সেথায় বসে লিখছে হেসে শাঁকচুন্নী প্রেমের কত কথা !
হঠাৎ করে দেখলো চেয়ে আকাশপানে ঝেঁকে,
মামদো মিন্সে হাওয়ায় চড়ে গোলাপ দিচ্ছে কাকে!!
রাগের চোটে সেলফোনটা কানে নিল চেপে,
বলছে তারে নেকো সুরে,"আজ বাঁচাবে কোন্ বাপে!
ফেসবুকটা দেখছি খুঁজে,কত আর আছে শেষ!!
গোলাপ নিয়ে ঘুরছিস তুই কোন কোন আর দেশ?"
মামদো তখন হুড়মুড়িয়ে লুকোয় মেঘের আড়ে
আদর দিয়ে করুণ স্বরে বলে ফোনে চুমু ছেড়ে,
"তুই বেচারি কবিতা ছেড়ে মিছেই এদিকওদিক দেখিস,
তোর জন্যে স্বর্গে যাচ্ছি, আনবো পারিজাত মনে রাখিস।
ভ্যালেন্টাইনে দেবো তোকো মস্ত বড়  গিফট,
এরপর তুই করবি না আমায় একটুও খিটমিট! "
"চুপ কর মিন্সে শুনবো না আর গুড়মাখানো কথা,
কোন সতীনে দিলি গোলাপ মনে দিয়ে গভীর ব্যথা!"
"বলছি তোরে ওরে কেউ নারে,বিশ্বাস কর মোরে,
তোরে তো আমি পারিজাত দেবো, গোলাপ দেবো নারে।"
শাঁকচুন্নির হৃদয়ে এবার গদগদ প্রেমভাব,
বলছে হেসে একটু নেকে, ভুলে সকল সন্তাপ,
"ভ্যালেন্টাইনে  যদি পাই একটি পারিজাত রে বাপ ,
বুঝবি তবেই তোর হবে সাত খুনটি মাফ।"