কবিতা :- গণিত আর ঐশ্বরিক  বিড়ম্বনা
            মনোজ ভৌমিক


ভূগোলের গোলটা আজও সঠিক বুঝলাম না,
অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয়! বড় বিড়ম্বনা।
তবু সময়ের অঙ্ক কষতাম ওই ডিগ্রীটা মেপে,
সময় কিন্তু হারিয়ে যায় ভাবনা হিসেব খোপে।
পৃথিবীটা তো ভাই গোল, ভাসছে অসীম মহাশূন্যে,
তিনভাগ জল একভাগ স্থলে ঘুরছে কার জন্যে?


আপন অক্ষে ঘুরছে ,পরিক্রমণ সৌরমন্ডলে,
এ কথা "তুমি-আমি-ওরা" ওই বিজ্ঞানেই জানলে।
ভাবতে গিয়ে অবাক হই, ভাবনা কি শুধু আমার!
সবাই এখানে রয়েছি কিভাবে? সময় এসেছে ভাবার।
সুমেরুবৃত্তে যারা আছে,তারা যায় না উড়ে উপরে!
কুমেরুবৃত্তে আছে যারা, তারা যায় কি নীচে পড়ে?


মধ্যাঞ্চলে যারা, তারাও যায় না ছিটকে দূরে!
ভূখণ্ডগুলি আছে কি হেথায় একে অপরে জুড়ে?
পিঁপড়ের মত সবাই আমরা,বুঝতে পারিনা কিছুই,
ভাবছি আছি এক জায়গায়,ঘুরছি ফিরছি শুধুই।
প্রেসার যখন বাড়ে শরীরে চক্করে পড়ি ঘুরে,
যুগযুগান্ত গেছে কেটে,দেশ কি স্থান বদল করে?


বিজ্ঞান রেখে দূরে,ভাবো গভীর ভাবনা নিয়ে,
শত আশ্চর্যের বড় নয় কি?  ব্রহ্মাণ্ড!!  বিস্ময়ে?