কবিতা:-গণনার ফলাফলে..
কবি:- মনোজ ভৌমিক


গা-ফাটা রোদ্দুর মাথায় নিয়ে দাঁড়িয়ে উত্তেজনা,
বিকেলে কালবোশেখির রয়েছে ব্যাপক সম্ভাবনা।
আবির-গুলাল-লাড্ডুতে জমা হয় গোপন ইস্তেহার,
হিসেবের অঙ্কটা মিলবেই,বিজয় করছে ইন্তেজার।


হাঁসফাঁসে লোকগুলো, গায়ের ঘাম মোছে রুমালে-গামছায়।
পড়বে কি ফারাক তাদের জীবনের চলমান নামতায়!
ভয়ার্ত চোখগুলো ডুবে যায় খিল আঁটা জানালা দরজায়।
আতঙ্কিত গণতন্ত্র খাবি খায়, গ্রাম-শহরের আঙিনায়।


কে জিতবে  কারুর জানা নেই,তবুও যে জিতবে  সবাই,
গোপনে গোপনে চলে জল্পনা কল্পনা কত কি কথাই।
ডাক্তার-পুলিশের আজ টেনশানের হবেটাকি কম?
তাদের গিন্নিরা টেলিভিশনে চোখ রাখে হরদম।


রাজ্যেতে হোক ভোট তন্ত্রের সাধনায় যন্ত্রে বারবার,
গণনার ফলাফলে দুর্ভোগ থাকে কেবলি জনতার।