কবিতা:- গণতন্ত্রের বোবাকান্না
মনোজ ভৌমিক
তন্ত্র মন্ত্র দিয়ে জাগানো এ ছবি
এখন এই দেশে ভোট চলছে কবি!
ভোটের খবর ভোট বেচারাই জানে,
গণতন্ত্রের কেনই বা খোঁজো মানে?
বৈশাখী মেঘ দিগন্তে যেমন খেলে,
ভোট কথাটা উড়েছে হাওয়ার তালে।
আশা নিরাশা ওরই বুকেতেই লেখা,
তবু হয়নি আজও ওর মানে শেখা।
কিছু কিছু কথা লেখা থাকে অভিধানে,
বাকী সব কথা লেখা থাকে নেতা মনে।
সময় কাটানো ব্যর্থ এ প্রহসন,
রাজায় রাজায় যুদ্ধ অনুক্ষণ।
উলুখাগড়ার জীবনটা যে কেমন!
যেমন ছিলো সেদিন আজও তেমন।
সময়ের সাথে সময়ের আলাপন,
বদলানোর নেই কি আজ প্রয়োজন!
বদলানোতেই ভাবনা গভীর দেখি,
ভাবনার কাছে ভোটটা হবে যে মেকি।
উলঙ্গ দেখি রাজার প্রকৃতি সাজ
গণতন্ত্রের বোবাকান্নাও আজ।