কবিতা :- হাস তুই হাস আজ
            মনোজ ভৌমিক

মেঘলা আকাশ বিষণ্ণ দিন
রোদ ছুঁয়ে গেছে মাটি,
দেখি তোর মুখে ফুটে ওঠে সেই
অম্লান হাসি খাঁটি।

কত কালো মেঘ চলে গেছে ধেয়ে
ভেঙে গেছে খেলা ঘর,
তবু তোর মনে আজকে হেথায়
হয়নি তো কেউ পর!

দিগন্তে আজও বৈশাখী মেঘ
বড় উন্মাদ হাওয়া,
শান্ত চোখে চেয়ে আছিস তুই
নেই যে বেশী চাওয়া।

ঘর ছাড়া ওই বাউলিয়া বাঁশি
থেমে ঘেছে যেন কবে,
মনের কোণে স্মৃতির আঁচড়
ভুলে গেছে তোরে সবে।

ক্যকটাসী বুকে মরুঝড় নিয়ে
হেঁটে চলেছিস তুই,
বুঝেছিস হেথায় চরম সত্য
কেউ কারো নয় সই।

সময়ের সাথে সময়ী ভাবনা
মাটি গড়া সব সাজ,
দু:খকে ও বুকে জমিয়ে রেখে
হাস তুই, হাস আজ।