বিভাগঃ-পদ্য কবিতা
শিরোনাম:- হায়রে দেশ!
✍️ মনোজ ভৌমিক

হায়রে দেশ! কেমন বেশ!!
দুঃখ জানাই কারে!
ধর্ম নিয়ে লড়লো সেদিন
করোনা যেদিন দ্বারে!!

আজকে দেখি রাজার ভোট
মিটিং মিছিল বড়!
বিধি নিষেধ অবজ্ঞা করে
হচ্ছে সবাই জড়ো।

দু'দিন পরে বাড়লে রোগ
দোষ হবে তোমাদের,
ভাবেছে ওরা আমজনতা
মুরগীই আমাদের।

যেমন খুশি তেমন কাটো
ফারাক পড়েনা কিছু,
মরবে ওরা চিরদিনই
আমরাই খাবো লিচু।

তন্ত্র কথায় ঐ গণতন্ত্র
আজকেও দেখি মৃত,
দেশের সাধু হাঁটছে বুকে
পরে চপ্পল বুট জুতো।