কবিতা:- হে করুণাময়
কবি:- মনোজ ভৌমিক


অনেকে আজ মারে আমায় দারুণ আঘাত দিয়ে,
শত আঘাতেও হাসতে থাকি তোমার পানে চেয়ে।
তুমি যখন মারো গো আমায় গভীর ব্যথা লাগে,
মনের মধ্যে তোমার ছবিই বারে বারে জাগে।


সেই ছবিতেই করুণ কথা শোনাই বারে বারে,
আজ শুনেও তুমি শোনো না গো,বলবো আমি কারে?
সংসারেতে আজকে বলো কে আর আছে মিতা!
তুমিই যে প্রভু বিশ্বনাথ,তুমিই আমার পিতা।


মারছে ওরা মারুক না গো,বলবো না আমি তোমায়,
ওদের কর্ম ওরা করুক,জানি আছো তুমি সহায়।
তুমি যখন মারো প্রভু,কাঁদি অঝোর অশ্রুধারায়,
কেঁদে কেঁদে বলি তোমায়,"ছাড়বো না এ বেলায়।"


মারার পরেও আদর দিয়ে বুকেতে টেনে তোলা,
এ জগতে তুমি ছাড়া আর কেইবা আত্মভোলা?