কবিতা:- হেনরীর আর্তনাদ
কবি:- মনোজ ভৌমিক


শিকড়ে শিকড়ে মানুষী আর্তনাদ,
রসদ বিহীন মাটি, জীবন কুপোকাত।
হেনরী প্রাণেতে পাহাড় ভাঙা আজ পণ,
পাথর ভাঙতে নেই তার জ্বালাতন।
অনেক পাথর ভেঙেছে সে সেই কবে,
হেনরী এখন যন্ত্রেতে হাত দেবে।
যন্ত্রের সাথে লড়া আজ অসাধ্য কাজ,
যন্ত্রদানব মানুষই হয়েছে আজ।
সেদিন হেনরী মরেছিলো কাজ করে,
আজকে হেনরী কাজ কাজ করে ঘোরে।
বলতে পারো গো মে-দিবসটার মানে?
মে-দিবস কি থাকে হেনরীর জয়গানে?
জীবনের রস জীবনকে দেওয়া ভারী,
ঐ হেনরীরা বুঝেছে কি হেনরীর মজবুরী?
মে-দিবস আসে বছরেতে এক দিন,
শত হেনরীর আজ মে-দিবস প্রতিদিন।
চুলার আগুনে উজলা গ্যাস যোজনা,
দু'টাকা কিলো চালও সে যে পায় না।
তাই তো হেনরী আক্ষেপে মাটি খোঁড়ে,
নিজকে মেরে মাংস হবে কি ভাগাড়ে?