কবিতা:- হঠাৎ বৃষ্টি
কবি:- মনোজ ভৌমিক


শীতের রাতে একি অনাসৃষ্টি আজ!
নামলো বৃষ্টি ভিজিয়ে দিল যে সাজ।


শীতল প্রাণে শিহরিত কম্পন
একলা মনে প্রেমের স্পন্দন।


বাউল হাওয়ায় ঊন্মাদ তন-মন
ভেজা ডানাতে চড়ুই মন তখন।


ভাবছে আজকে সেই পুরানো ক্ষণ।
গড়িয়ে এসেছে অ-বেলা যে এখন।


মনে আসে সেই বৃষ্টি ভেজা রাত!
তুমি-আমি আর আজনবী এক ছাদ!


হঠাৎ পায়রা ঝটপটালো ডানা
দৌড়ে এসে জাপটালে দেহ খানা।


শ্বাসচাপা সেই গোপন  আর্তনাদ
স্বলজ্জ ঠোঁটে কাঁপা কাঁপা প্রেম স্বাদ।


ভুলতে পারিনি আজকেও সেই রাত
হঠাৎ বৃষ্টি মনেতেই উৎপাত।