"বিশ্ব জুড়ে প্লাবিত হোক, আমার এ ফরমান...
শুনহে মুসলমান, জগত্ মাঝারে
যদি হতে চাও মহীয়ান
আহিংস চিত্তে , একনিষ্ঠ ভাবে,
নিরাসক্ত মনে, পবিত্র নামাজে
রমজান মাসে করহ আমার ধ্যান।"
এ বারতা এসেছিল সেদিন,
আকাশ পথে বিজুলীর চমকে
আল্লাহের দরবার হতে-
অমৃত বাণীতে।
অতঃপর পয়গম্বরের নির্দেশে
হোলীকা মাসের 'পরে
মক্কা-মদীনা সহ সারা পৃথিবী জুড়ে,
চলে একমাস ধরে
নির্জল দিবা উপবাসে,
পবিত্র নামাজে, আল্লাহের ধ্যানে,
ব্রতী হন মুসলমান সকলে।
দীর্ঘ এক মাস পর আসে
ঈদ-অল-ফিতর মিলন উত্সব মহান।
রমজানের পবিত্রতায় শুচি থাকে মন।
ঈদের চাঁদ দেখার তরে ব্যাকুল হয় হৃদয়।
নতুন বস্ত্রে, নতুন প্রাণে, নতুন ব্যাঞ্জনে
আমির-গরীব ভেদা-ভেদ রাখে না কোনো খানে।
ঈদ-ঈদ-ঈদ আজ ঈদ মুবারক
চাঁদের দেখাতে, মুক্ত প্রাণে,
মুখরিত উত্সবে, সাম্যের গানে,
আন্তরিকতার জোয়ারে ভাসুক
মুসলমান সহ দুনিয়াতে আর প্রাণ আছে যত।
এমনি ঈদের গন্ধ ছড়িয়ে পড়ুক প্রতিদিন
পৃথিবীর প্রতি ঘরে।
সকল ধর্ম একত্রিত হোক আজ
সকল বিভেদ ভুলে।
ওরে ভাই, ঈদের চাঁদের আলোকে
মিলনের এই মধুর হাসিতে,
প্লাবিত হোক এ বিশ্ব সংসার।