কবিতাঃ- জগৎ জননী মা
✍️ মনোজ ভৌমিক


কূল হারিয়ে দিশা হারিয়ে
মন যদি হয় নিঃস্ব
মায়ের কাছে বসে দেখো
হাতের মুঠোয় বিশ্ব।


দু'চোখ ভরে দেখ রে চেয়ে
মায়ের অরূপ রূপ,
মনের কথা থাকবে মনে
চাওয়া গুলি নিশ্চুপ।


জগৎজননী মা সবার
মধুমাখা ওর হাসি,
দুঃখ কষ্ট ভুলতে এসো
মায়ের সমুখে বসি।


মা'র মমতার তুলনা নাই
এ বিশ্ব ভুবন মাঝে,
স্নিগ্ধ আঁচল পাতাই থাকে
সকল বিকেল সাঁঝে।


স্নেহ মাখা ঐ হাত দু'খানি
রাখবে যখন শিরে,
বিশ্ব জয়ের স্বপ্ন তখন
দেখবে দু'চোখ ভরে।


সিদ্ধ হলে মনের বাসনা
ফিরে দেখো মা'র পানে,
মা ছাড়া কেইবা আপন
বলনা এই ভুবনে!