কবিতাঃ-জাগতে হবে
✍️ মনোজ ভৌমিক

তোমার কবিতা পড়তে গিয়ে আজও আগুন জ্বলে চোখে,
বলতে পারো হে বিদ্রোহী বীর তোমায় ভুলবে কোন লোকে?
তোমার মতো সাম্যবাদী কবি কে আছে বলো এই ভূ-ভগে!
তাই তো তুমি পদ্ম-গোলাপে মানবিক পূজা প্রি আগে।

স্বদেশ তোমার টুকরো করেছে মসনদ লোভী লোকে,
স্বাধীনতার স্বাদটা তাইতো আজো পুরাতন শোকে!
শ্রমিক-কৃষক বঞ্চিত আজও বিতাড়িত হয় পরিয়ায়ী!!
জাতের নামে বজ্জাতি চলে রাজার নীতি গেছে ছায়ী!

সত্যি কথা বলতে আজ,তোমার মতো কবি কোথায়!
তোষামুদে সব কথাকলি প্রতিবাদ রয় হতাশায়!!
বিদ্রোহ কোরে তোমার মতো কোন বোকা যাবে জেলে!
ভাজা ইলিশ পাবেই খেতে একটু বেশি তেল দিলে।

মহামারী-ঝড়ে আজকে সবাই  হয়েছে বাল্মীকি-বেদব্যাস,
ওদের কবিতা নদী-নালা বুকে শুধু দর্শায় অজস্র লাশ!
তোমার পথে হাঁটতে পারে এমন সাধ্য আছে বলো কার!
বাজবে না শঙ্খ, হোক না ধর্ষণ! মোমবাতিরাই সার!!

হে বিদ্রোহী বীর, জাগতে হবে আজকে আর একবার,
নইলেপরে আগামী দিনে প্রহসন হবে ন্যায়বিচার।