কবিতাঃ -যাও বলে যাও
✍️ মনোজ ভৌমিক
যাবার বেলা উদাস প্রাণে
তাকিয়ে দেখি তোমায়,
কেমন করে যাও গো ফেলে
একলা ফেলে আমায়!
শূন্য হৃদয় পূর্ণ করলে
সময় সন্নিধানে,
অরূপ রঙে রাঙিয়ে মন
নাচালে এইখানে।
গল্প গানে মধুর তানে
হৃদয় পাগলপারা,
আজকে সেই খুশির ক্ষণ
তোমা বিনে হবে হারা!
বিরহ অনলে জ্বলছে হিয়া
তোমার বিদায় বেলা,
কেমন করে ভুলবো সেই
অবুঝ প্রেমের খেলা!
ও বসন্ত আজকে আমায়
যেও না তুমি ছাড়ি,
ঐ রুদ্র রূপ বড় নির্মম
প্রাণ নেবে উজাড়ি।
যাবার বেলা, যাও বলে যাও
আসবে আবার প্রিয়ে,
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত
শীত গেলে ফুরিয়ে।