কবিতাঃ- ঝরা ফুলের মালা
✍️ মনোজ ভৌমিক


ঝরা ফুলে গাঁথো কেন মালা!
ও মালায় দেখি শত জ্বালা!!
দেবালয় বলে ও অশুচি,
ভাবনা রাখে না ওতে রুচি।

ওকি বোঝে সময়ের খেলা!
সময়ে করবে হেলাফেলা!!
মালি কেন বুঝেও বোঝে না!
ঝরা ফুলে সৌরভ থাকে না।

ভরে নাতো সময়ের মন,
ভাবনায় বিষাদ এখন।
সময়েতে খসে পড়া ফুল,
ছিল না তো ওর কোনো ভুল।

ও ফুলের সাধ জাগে মনে,
স্থান পাবে প্রভূর চরণে।
তাই বুঝি মালি গাঁথে মালা,
অকারণে সয় অবহেলা।