কবিতা:- যমরাজ বলছে
কবি:- মনোজ ভৌমিক


পৃথিবী বক্ষে দাঁড়িয়ে আছি,আমি মৃত্যু সওদাগর
বলছি আমি অট্টহাস্যে,"দেখ আমি-ই জাদুকর।
জনম নিস কামনাতে,মৃত্যু আছেই আমার হাতে
সত্য-মিত্যা যাচাই করি এই থার্মোমিটারটাতে।
পাপ-পূণ্যের হিসেব দেখি ঐ চিত্রগুপ্তর খাতে,
মানব জন্ম নিয়েও কেন দম্ভ রাখিস তোর সাথে?
সহস্র জন্ম পরেই পাস এই মানব জন্ম ওরে,
এই জন্মে স্বার্থটাকে কেন থাকিস বল আঁকড়ে?
স্বার্থটাকে বুকে করে ভাবিস সদা তুই-ই যে শ্রেষ্ঠ,
বলতে থাকিস বাকীরা সব বিধাতারই বিষ্ঠ।
অহংকারে মদমত্ত বলিস 'আমি-ই যে আমি!'
আমার চাইতে হবে না কেউ আজকে ভীষণ দামি।
ঐ অহংকারে বলি রাজা হয়েছিল কুপকাৎ
রাবণবেটা জ্ঞানী হলেও সীতারে নিলেন সাথ।
ঐ খানেতেই জাদুকরী চালালাম আমি দারুণ,
বুঝিয়ে দিলাম দম্ভকালে আমি নই যে করুণ।
সহস্র জন্ম পরে যখন এ পৃথিবীতে তুই এলি,।
বলনা আজকে মানুষের জন্যে কি ভালো করলি?
এমন কিছু করনা রে ভাই সদা বিশ্ব মনে রাখে
তোরে মৃত্যু দিতে গিয়ে যেন দু'হাত কাঁপতে থাকে।"