কবিতাঃ-যৌবনবতী মেঘ
✍️ মনোজ ভৌমিক

মন আঙিনায় জোয়ার এলো
ভাঙলো হৃদয় কূল,
চাতকী চোখে রইলি চেয়ে
কার ছিল বল ভুল?

কামরাঙা দু'চোখে আমার
কাজল ছিল আঁকা,
যৌবনমদে মত্ত শরীর
যায়নি ধরে রাখা।

আমায় বুকে আগলে রাখা
তোর সাধ্য আছে কই!
তাই তো আমি ওর প্রেমেতে
মগ্ন হয়েই রই।

আষাঢ় শ্রাবণ দুই মাসে
খুঁজিস না রে আমায়,
বৈশাখেতে আসি আর যাই
প্রেমের যন্ত্রণায়।

মন জ্বলানো ভালোবাসায়
কাঁদিস কেন রে তুই?
শুকনো দিনে শুভ্র হয়ে
তোরেই তো ছুঁয়ে রই।