কবিতা:- কাবির সমুদ্র-শিবের কাছে প্রার্থনা।
কবি:-মনোজ ভৌমিক


সকালের সূর্যটা,নগ্ন সমুদ্রের উপর দিয়ে হেঁটে চলছিল।
নিস্তরঙ্গ সমুদ্র,সূর্যের দীপ্ত রশ্মিকে হৃদয়ের অন্ত:স্থলে ডেকে নিচ্ছিল।
হাওয়াদের বুক বেয়ে নেমে আসা সূর্যের আলো,দাঁড়িয়ে গেছে এখানে।
কেমন যেন একটা থমথমে ভাব দেখি আরব সাগর উপকূলে।
কাকভোরে এখানে নাকি সমুদ্রটা ভীষণ ফুলে উঠেছিল।
তাই কাবির সমুদ্র উপকূলে,শিব লিঙ্গটা প্রাত: স্নান সেরে নিয়েছিল।
দর্শণার্থীদের ভীড় এখন অনেকটা কম।কি জানি কেন!
হয়তো সমুদ্র জেগে ওঠেনি এখনো!নয়তো শিবের ঘুমোনোর সময় হল।
তাই বুঝি ঐ মানুষগুলো,সমুদ্র উদ্গত পাথরের টীলার 'পরে সেল্ফি নিচ্ছিল।
ইশারায় সবাইকে জানিয়ে দিল,কাল ফেসবুকে চোখ রেখো।


গভীর আত্মপ্রত্যয়ে শিব লিঙ্গের পানে চেয়ে রইলাম।
বললাম,"প্রজন্মের বিকাশ ঘটেছে।তুমি কেন প্রাচ্য এইখানে!
আমাকে কাছে ডেকে নাও, তোমার ঐ নিরাসক্ত জীবনে।
আমি আর একবার নতুন করে জন্মনিতে চাই তোমার ভুবনে।"
সমুদ্রে ঢেউ উঠল তখনি,বাতাসে এক ঝলক হাসির ধ্বনী।
কে যেন কানে কানে বলে গেল,আগাম জন্মদিনের শুভেচ্ছা কবি।



বিঃদ্রঃ- আগাম শব্দটি হিন্দী শব্দ।কবিতাটি আমার জন্মদিনের আগের দিন লেখা।আজ আমার জন্মদিন। আরব সাগরের তীরে একটি শিব লিঙ্গ রয়েছে কাবি উপত্যকাতে,যেটি সমুদ্রের জোয়ারে ডুবে যায়, আবার ভাঁটায় জেগে ওঠে।দর্শনীয় স্থান।