কবিতাঃ- কে মেটাবে এই ঋণ
✍️ মনোজ ভৌমিক


এখনো মিসিং ছয়,চলছে বড় রেস্কিউ..
সন্ধে,রাত গেছে কেটে, সকালেও জন ভিউ!
দোষগুণ বিচারেতে মিডিয়াও তোলপাড়!
চোদ্দ লাশ এলো উঠে,বারো শিশু,দুই টিচার!!
আরো সাত মুমূর্ষু,হসপিটালেতে ভর্তি!
ব্যস্ত বরোদা শহরের চোখে মুখে আর্তি!!
দুচোখে মৃতের আশু,হাহাকারে এ শহর!
কাটলেও বিষন্ন রাত,কাটেনা তো এ কহর!!
এয়ারপোর্ট সার্কেল ছাড়িয়েই ওই লেক,
বোটিং,স্পোটিং আর রয়েছে গেমের ভেক।
বোটিংএতে এসেছিল স্কুল শিশু ও শিক্ষক,
হঠাৎ লেকের মাঝে,'বোট' সময়ের ভক্ষক!
ডুব দিল টুপ করে নিয়ে জনা তেত্রিশ,
হৈ হৈ, রৈ রৈ, "গেলো! গেলো!!" বাঁচাও অম্বরিশ!
সাঁতার জানে না কেউ,চিৎকার জোর শোর,
এস এম এস ছড়িয়ে পড়ে শহরের চারিওর।
সাঁতারুরা নিল তুলে বিশ বাইশ মরা বাঁচা,
সকাল দুপুরে গড়ে,কোথা এক মরা কাঁচা!
প্রশ্ন আজ এটা নয়,কার দোষ কত বড়!
প্রশ্ন আজ একটাই নিরাপত্তা কত দৃঢ়!!
মানুষ ভুলেছে আজ ধৈর্য্য আর সংযম,
দূর্ঘটনা বড় বেশি,লাগাম ছাড়া হরদম।


মরবে না কোনো শিশু এইভাবে কোনোদিন,
কে দেবে এ প্রতিশ্রুতি! কে মেটাবে এই ঋণ??