কবিতা:- কে হবে বলো কার
মনোজ ভৌমিক
ওরা এখন ইনষ্টাগ্রামে ছবি রাখে!
লাইক লুকিয়ে কমেন্টটাকে দেখে।
ফেসবুকেতে আজকে যে অনেক লোক!
পরকীয়া মনে জাগায় ভীষণ শোক।
ভয় নেই ভাই ম্যাসেজে কি যায় আসে!
মেলা মেশাতে যে মনের পিয়াস আসে।
ঐ ভাবনাটাকে এখানেই মারো গুলি,
খেলছো যেমন খেলে যাও জলকেলি।
সময় যে আজ ব্যস্ত সবার হাতে,
ট্রেস কমে নাকি ডিজিটাল সখ্যতাতে!
ম্যসেঞ্জারটা আজ যে বড়ই খাসা,
হোয়াটস এপের লাইন যে বড় ঠাসা।
কেমন করে লুকোয় ওই মনরোগ,
একটু না হয় চুপিচাপে কথা হোক।
এগিয়ে আসছে সময় যে কালবেলা,
চলছে চলুক বন্ধু বন্ধু খেলা।
বহু সাধনার জন্মটা একবার,
ফুরিয়ে গেলে বলো কে হবে কাল কার !!