কাল সন্ধ্যায় চাঁদ এসেছিল আমার কাছে
অনেক যুগ পরে।
আমার দূর্নিবার প্রেমের আকর্ষণে
সে এসে, ফিস ফিসিয়ে কানের কাছে বলেছিল,
"ব্যাস্ত আছি। সময় নেই।" বলো,
"কেমন আছো তুমি!"
হতবাক হয়ে তাকিয়ে ছিলেম তার পানে
জবাব ছিল না মুখে।
অপরূপ সৌন্দর্য হঠাত সামনে আসাতে
হারিয়ে গেছিল ভাষা।
অস্ফুট একটা শব্দ বেরিয়ে এল মুখ থেকে-
"ভালো।... তুমি!"
"আমার আর কি! সকালে সূর্যের তশামুদি,
রাতে দূর থেকে তোমাকে দেখি।
একি! কেমন প্রৌড় হয়ে গেছো তুমি!
চামড়ার মধ্যে অসম্ভব রকমের ভাঁজ এসেছে তোমার!
কেমন ফ্যাকাসে চেহারা হয়েছে তোমার পৃথিবী!
তাই বুঝি,তোমার সন্তানেরা মাঝে মাঝে
অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আমার কাছে খবর পাঠাচ্ছে?"
" চুপ করো! তুমি চুপ করো। ওরা শুনতে পাবে।
ওরা আর আমার সেই সন্তান নেই।
ওরা হিংস্র আর স্বার্থান্বেষী হয়ে উঠেছে
একে অপরের সঙ্গে স্বাথের অগ্নি যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
দ্যাখো,মানসিক চাপে আমার শরীরে কত
রোগ ছড়িয়ে পড়েছে।
দেহের শিরা উপশিরা গুলি ফেটে চৌচির
হয়ে যেতে বসেছে।
শ্বাস কষ্ঠে ভুগছি কত দিন থেকে।
ওরা জানতে পেরেছে... তুমি এসেছ।
তুমি চলে যাও, নইলে ওদের মনুষ্যত্ববোধ
জিঘাংসা শক্তির কাছে হারিয়ে যাবে,
তোমার সুন্দর চেহারাটাকে তছ্ নছ করে দেবে ওরা।
আমার আর কি! আর তো কটা দিন...
তাই তো তোমাকে ডেকেছি...
সুন্দরতার এই শেষ রাত কাটিয়ে,
প্রেমের শেষ গান শুনিয়ে                                                                   তুমি নিঃশব্দে জিজ্ঞাসা করে যেও---
" কেমন আছো তুমি!"



বিশেষঃ ১৪ই নভেম্বর ২০১৬ চাঁদ পৃথিবীর এক্কেবারে কাছে এসেছিল। তারই প্রেক্ষাপটে লেখা।