কবিতাঃ- ক্ষিদে
✍️ মনোজ ভৌমিক


সবার ক্ষিদেই জন্মগত
নানান জাতের আছে ক্ষিদে,
একটুখানি নজর দিলেই
বুঝবে ক্ষিদে কেমন দুঁদে।


কারো পেটে ভাতের ক্ষিদে
বাঁচার জন্য করে লড়াই,
কারুর ক্ষিদে আধিপত্যের,
আত্মদম্ভের চলে বড়াই।  


কারুর আছে স্বভাব ক্ষিদে
মনকে নিয়ে ভীষণ খেলে,
সুযোগ বুঝে মারবে কোপ
শরীরটাকে কাছে পেলে।


সময় ক্ষিদে আজকে দেখি
জোচ্চুরিটাই সিদ্ধ পেশা,
কারুর আবার সোস্যাল জুড়ে
ভালোবাসার দারুণ নেশা।


নানান লোকের নানা ক্ষিদে
বোঝার উপায় নাই রে ভাই,
নেতা মন্ত্রীর গদীর ক্ষিদে
ভোটটা এলে কোরো যাচাই।


তোমার আমার ক্ষিদে আজ
বড্ড বেশিই বেআক্কেলে,
"আরো চাই!"এই ক্ষিদেটাই
শরীর মনকে বড্ড গেলে।

ক্ষিদের সীমা থাকলে পরে
হারিয়ে যাবে সকল শোক,
অসীম ক্ষিদের জন্য আজ
অশান্তিতেই মরছে লোক।


সব ক্ষিদেরই অন্ত আছে
বুঝেও কেউ বোঝে না কেনো?
আড়াই গজের জমিটাতেই
সব ক্ষিদের শেষটা জেনো।