কবিতা:- খুশি দিবস
✍️ মনোজ ভৌমিক


হাসতে গিয়ে কান্না আসে
হাসি হয়ে গেছে বাসি,
তবুও তোমায় হাসতে হবে
দিবসটা যে খুশি!

সময় আজ করুণ বড়
খুশি হতে লাগে ভয়,
চারিদিকে মৃত্যুই সরব
মনে জাগে সংশয়।

কোথায় গেলো সেই খুশিটা
যা ছিল চিরন্তন,
সবার মাঝে খুঁজছি আজ
যা ছিল পুরাতন।

দিবস আসুক দিবস যাক
ভাবনা গভীর জলে,
খুশি তোমায় থাকতে হবে
সকল দুঃখ ভুলে।