কবিতাঃ- কিশলয়ের শুরু হবে চাষ
✍️ মনোজ ভৌমিক

এখন তো হেমন্ত নেই!
তবুও দখিনা পবন
ছেড়ে যায় বিষ নিঃশ্বাস!!

বৃক্ষশাখা হতে ঝরে
বিবর্ণ পাতা অবিরত!
শুকিয়ে যায় তরুন ঘাস!!

বন্ধুর মাটি কামড়ায়
ক্লান্তিহীন কৃষকের দল।
খুঁজে পায় সীতার লাশ!!

রাবণের সাম্রাজ্য সর্বত্র,
রাক্ষসের দুর্দন্ড প্রতাপ!
রামের তো কবেই বনবাস!!

অযোধ্যা জাগবে কি আর?
প্রশ্ন শুধু করছে আহত।
শুকনো পাতার একান্তে সহবাস!

কালবৈশাখী জাগুক এবার
শেষ হলে রুদ্রের তাণ্ডব
কিশলয়ের শুরু হবে চাষ।