কবিতা:- কবি ও কবিতা
কবি:- মনোজ ভৌমিক


ফাগুন রঙে মন রাঙিয়ে আজ চৈত্র হেঁটে যায়,
শুকনো লতাগুল্ম পাতায় প্রেম হারিয়ে যায়।
বিষাদভরা রাখালিয়া বাঁশি বাজে দূর সীমানায়,
বাউলমন আজ কোথায় যেন কারে খুঁজে বেড়ায়!


আঙুলবেয়ে মাথার উপর এখন আটপিঠে রোদ্দুর,
চাতক আজকে রোদ আকাশে খুঁজছে জলের সমুদ্দুর।
শ্রান্ত চাতক ক্লান্তদেহে সাঁঝে দিগন্তে দস্তুর,
বৈশাখী রঙ উঠল জেগে,পিয়াসী কবিতা আজ কদ্দুর?


পুব আকাশে আলোর নেশা,এখন জাগালো কবিকে কে?
আজ হাজারো কবিতা জন্ম নিলো বৈশাখী রঙ মেখে।