কবিতা :- কবির বারোমাস্যা
✍️ মনোজ ভৌমিক


কবির ঘরে দুঃখ রে ভাই থাকেই বারোমাস,
ভাবে কবি,আজ হেমন্ত, কাল হবেই পৌষ মাস।
ভাবের ঘরে আমন নেই মনটা তাই উদাস!
ফাগুন এসে আগুন জ্বালায় বড়ই সর্বনাশ!!


বাউল বাতাস বুকে নিয়ে বৈশাখ মনে ঘোরে,
শ্রাবণ কেন দুই নয়নে হঠাৎ ভর করে!
কাশের হাসি আসেনা মুখে,উৎসব তবু দোরে,
চন্দ্রমুখী কেঁদে বলেন ,"হায়! হেমন্ত সংসারে!!"


চলেন কবি বাজারের পথে ,ব্যাগটি নিয়ে কাঁধে,
মুদিখানা দোকানে এসে শুধু মায়া কান্নাই কাঁদে! দোকানদার বলেন রেগে,ধার বাকি দেখো চেয়ে,
মগের মুল্লুক পেয়েছো নাকি সহজ মানুষ পেয়ে?


কবি তখন মনের দুঃখে আকাশে চোখ রাখে,
ঘরের দুয়ারে পা রাখেই চোখে সর্ষে ফুল দেখে!
কবির মনে আমলকি বন করছে দুরু দুরু,
ভাবছে এবার পাতা খসার সময় হবে শুরু!


ভাবনা দিয়ে মন ভরলেও, পেট তো ভরেবে না,
সব জেনেশুনেও কেন কবি আজো শুধরালো না?
সবার মনে ভাব জাগিয়ে নিজে থাকে ভাত ঘুমে,
তাই বুঝি এ কবির ঘরে আজো দুঃখ আছে  জমে!


এমন কবির বারোমাস্যা দেখবে অনেক ঘরে,
হিতাহিতজ্ঞান শূন্য হয়ে ভাবনায় ডুবে মরে।
অভাব এদের নিত্য সঙ্গী ভাবনায় নেই ভুল,
ছুঁচো পেটে মারুক না ডন দিক না যত মাশুল!