কবিতা:- কবিতা কথা বলতে জানে না
কবি:- মনোজ ভৌমিক


কবিতা কথা বলতে জানে না,
কিন্তু কথা বলতে শেখায় কিনা?
হঠাৎ তোমরা বললে,"কবিতা আর কি?
ও তো কবি কল্পনার ব্যর্থ প্রতিচ্ছবি।
এক্কেবারে চুপ।একটা কথাও বলবে না আর।
ফুটপাতে পড়ে থাকা মানুষগুলো
সেদিন বিদ্রোহের ভাষা কোথায় শিখেছিলো?
কারখানার ঐ নিপীড়িত শ্রমিকগুলো
ওদিন ইনক্লাবের ভাষা কোথায় শুনেছিল?
ঐ যে মন্দিরের নীচে দাঁড়িয়ে থাকা ভিখারীর দল
বোঝেনি কী তোমাদের পূণ্য কামনার ছল?
তবুও কী ছুঁড়ে দিতে পারবে ওদের দিকে একটা রুটির টুকরো?
কেন জানো? কবিতার ভাষা দাঁড়িয়ে আছে ওদের জন্য।


মায়াবী চাঁদনী রাতে অপরূপ সৌন্দর্যে হারিয়ে গিয়ে,
প্রেয়সীকে প্রেমের কথাগুলো কোন ভাষায় তুমি বলো?
লিওনার্দো দ্য ভিঞ্চির "মোনালিসার" চোখেতে
তুমি কী দেখ নাই কবিতা অনন্য?
রাফায়েলের " ম্যাডোনার " স্থির চিত্রে,
মা ও শিশুর মধ্যে কবিতা কী হয়নি ধন্য?
তপ্ত মরুপথে,লায়লা আর মজনুর চোখেতে
কবিতা কী হয়নি সিদ্ধ?
আকবরের কাব্য প্রেম ইতিহাসকে কী
করে নাই প্রসিদ্ধ?
শাহজাহানের বিরহী হিয়া,পৃথিবীর বুকে রেখে যায়নি কী
আশ্চর্য স্মৃতি চিহ্ন?
তোমার ভাষার প্রথম সাহিত্য কোন রূপেতে ছিল?
কবিতা শুধু কল্পনা নয় বাস্তব কথা বলে।
তাই কবিতা কথা বলতে না জানলেও
কথা বলতে শেখায় একেবারে।