কবিতা:- কবিতা
মনোজ ভৌমিক
মন্দ্রিত প্রাণের মগ্ন ভালোবাসা,
বেহিসাবি মনতে ব্যপ্ত অভিলাষা।
মেঘ ভাঙতে ভাঙতে ডুবে যায় রোদ্দুর,
বৃষ্টির কথা মনে জাগায় নতুন সুর।
শব্দেতে জোড়া এক শরীরি আর্তনাদ,
মাটির গন্ধে জীবন যে আজ প্রণিপাত।
রাতজাগা চোখে শুধু আবেশি কল্পকথা,
পিয়াসী হৃদয়েই ঘুমন্ত সুপ্ত ব্যথা।
রাস্তা জানা সকল দলিত মানুষগুলো,
অক্ষরে অক্ষরে প্রতিবাদী হয়ে গেলো।
চাঁদ ক্ষয়ে ক্ষয়ে আঁধার নামে এ দেহে,
অতৃপ্ত বাসনাদল সেখানে থাকে চেয়ে।
ছন্দ মিলিয়ে দ্বন্দ্ব জাগানো কথা,
মন ছুঁয়ে ছুঁয়ে হয়ে যায় সে আজ কবিতা।