কবিতা:- কবিতার বর্ষপূর্তি
কবি:- মনোজ ভৌমিক


চন্দ্রমল্লিকা হেসেছিল সেদিন...গভীর নিশিতে।
হৃদয় কাননে বসন্ত এসেছিল, কাকে যেন ভালোবেসে!
জন্ম নিয়েছিল "কবিতা"মন-উপবনে,অনন্ত খুশিতে।
"কবিতা"দাঁড়াতে শেখেনি এখনো কেবলি হামাগুড়ি কাটে।
কতবার বলেছি তারে আদর দিয়ে,"আয় সোনা" বলে।
আমার আঙুল-কলম ধরে দাঁড়িয়ে পড় ওরে।
চেষ্টাও করে,আবার পড়ে যায় লুতুস করে।
হঠাৎ ঘুমিয়ে পড়ে মনের কোনে,চন্দ্রমল্লিকার বিহনে।
কোথা তুমি ওগো চন্দ্রমল্লিকা,আর একবার এসো।
আজ আমার "কবিতার" বর্ষপূর্তিতে হৃদয়েতে হাসো।



বি: দ্র: গত ২২/১২/১৭ তে কবিতাটি প্রকাশ করেছিলাম।কিছু কারণ বসত: কবিতাটি আসর থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে পুনঃ প্রকাশ করলাম।