কবিতা:-কর্ম হোক সর্ব হিতে
✍️ মনোজ ভৌমিক
ঐ ধর্ম তো বড় নয়
কর্মই প্রধান,
ধর্মগ্রন্থ খুঁজে দেখো
রয়েছে বিধান।
বিনিদ্রিত ঈশ্বরও
কর্ম করে সদা,
ধর্ম জীবন ধারণ
কর্মে নেই দুদ্বিধা।
এ বিশ্ব ব্রাহ্মাণ্ডের
নিয়ম তো দেখো,
চঞ্চল গ্রহ নক্ষত্রে
দেখে সদা শেখো।
কর্মেতে বিমুখ যারা
তারা কক্ষচ্যুত,
ব্লাকহোল হয়ে ওরা
আকাশেতে হত।
মনুষ্য কূলে যে জন
কর্মেতে বিমুখ,
সদাই অসহায় সে
নেই পার্থিব সুখ।
কর্মই রচে যায়
মানুষের কীর্তি,
বিশ্ব জুড়ে রেখে যায়
অসীম স্থপতি।
অলস মস্তিষ্ক সদা
শয়তান সম,
তাহাদের ভয় পায়
যমালয়ে যমও।
কর্মেতে নেই কোনো
আচার বিচার,
কর্ম হোক সর্ব হিতে
ভাবনা সাকার।