কবিতা:- লাটাই  ঘুড়ি ও সম্পর্কের সূতো
কবি:- মনোজ ভৌমিক


সম্পর্কের সূতোটা আমি দিচ্ছি এবার ছেড়ে
লাটাইটা ঘুরছে হাতে দারুণ বেগে ওরে।
ঘুড়িটাকে উড়তে দিলাম আকাশে হাপ ছেড়ে,
জানি না ও থাকবে কিনা আজকে আমার হয়ে!


আজকে দেখি আকাশ জুড়ে উড়ছে ঘুড়ি কত!
বলছে সবাই আমার ঘুড়ি থাকবেই অক্ষত।
কেমন করে বুক বাজিয়ে বলছে ওরা বলোতো?
সত্যিই কী সবার সূতো মজবুত আছে এতো!


ভাবছে লাটাই সূতোটাকে নেবেই এবার টেনে,
আকাশ-ঘুড়ি আসবে এবার হাতের নাগালে।
ঐ ঘুড়ি তো সূতোর থেকে কাটবেই একদিন
সূতোর মাঞ্জা যেদিন ওগো হয়েই যাবে ক্ষীণ।


ঘুড়িটা যে আজকে বড় খোলা আকাশ পেয়েছে
নিজের ধূনেই নিজেই কেমন লেজ নাচিয়ে উড়ছে।
আকাশে যখন  উঠবে জেগে দারুণ পাগল হাওয়া
লাটায়ের সঙ্গে ঘুড়ির তখন শেষ হবে চাওয়া পাওয়া।