কবিতা:- মায়ের মতো কেউ নেই এ ভুবনে
কবি:- মনোজ ভৌমিক


একটা সম্পর্কই এই দুনিয়াতে সবচাইতে খঁটি,
বাকী সব সম্পর্কই এই জগতে লাগছে যেন ঝুটি।


এ পৃথিবীতে ঐ সম্পর্কটাই  আজ একেবারে সত্যি
যার পেটে স্বপ্ন দেখেছিলে দশ মাস দশদিন  অবধি।


বাকী সব সম্পর্কই স্বার্থের আনাগোনা,
বন্ধু-বান্ধব? ও সব ছল চাতুরী পনা।


যে রক্তে তুমি স্নান করে এলে আজ এ ভবে
সে রক্ত কভু তোমা পাশে ঋণ শোধ নাহি চাবে।


জীবনের পথে যত সুখ তুমি কুড়োবে,
তার হাসি মুখ সদাই চোখেতে ভাসবে।


যে হৃদয়খানি ব্যাকুলতা নিয়ে বুকে,
তোমার পানে সদাই যে চেয়ে থাকে।


বিপদে আপদে মনে করো যদি তারে?
তাহার আশিষ সদাই রবে তব শিরে।


এত সুন্দর পৃথিবীর দেখা পাবে!
এর আগে তুমি ভেবেছিলে আর কবে?


মায়ের দুধকে যদি কোনোদিন ভোলো,
অপদার্থ বলবে সবাই তোমায় জেনো।


একদিন যখন সবাই ছেড়ে যাবে,
তার কথাটাই সদাই যে মনে হবে।


একটা কথা সদাই  রেখো গো মনে,
মায়ের মতো কেউ নেই এ ভুবনে।