কবিতা:- মানুষ চায় ওরা
কবি:- মনোজ ভৌমিক


আকাশের তারাগুলো জেগেছিল
সূর্যও কিন্তু প্রতিক্ষাতে ছিল।
শীতের কাঁপা কাঁপা স্বর তুলে
ক্লান্ত মানুষগুলো চেয়ে ছিল
ঘুমন্ত  ফুটপাত সকালের দিকে।
আজ আর একটা মানুষকে চায় তারা।
যে মানুষটা মৃত্যুর পরোয়ানা নিয়েও
বলে যাবে , "ওদের ক্ষমা করে দিও।"
সে মানুষটা আসবে কী গো আজ?
ধর্ম যে মাথায় নিয়েছে পরে তাজ!
দিন বড় হলেও,মানুষ যে বড় নয় আজ।