কবিতা:- মানুষ কী ভুলে যায় মানুষকে
কবি:- মনোজ ভৌমিক


মানুষ কী ভুলে যায় মানুষকে!
কি করে ভুলবে বলো,যদি সে মানুষ হয়ে থাকে।
সে মানুষগুলো ভুলে যায়..
যারা জীবনের অদেখা স্বপ্নগুলো হঠাৎ দেখে ফেলে।
জীবনের সেই ক্লিন্ন সময়কে
তারা ভুলে যেতে চায় সময়ের অজুহাতে।
আতিশয্যের দাম্ভিকতায় বেছে নেয়
অমানবিক জীবনটাকে।
চাঁদ কি কোনোদিন ভুলে গেছে চাঁদনী রাতেতে
পৃথিবীর বুকে হাসি ছড়িয়ে দিতে?
সূর্য কি প্রতিদিন সকালে চোখ বুজে ঘুমিয়ে থাকে?
তাহলে মানুষ কেন ভুলে যাবে মানুষকে?


ও মানুষটা ভোলেনি কোনোদিন মানুষকে
যে মাটির ঘ্রাণ নিয়ে বেড়ে ওঠে পৃথিবীর বুকে।
হায়রে মানুষ!বিবেকের দংশনে
আর একবার তুই ফিরে দেখ অতীতটাকে।
ওখানেই ফিরে পাবি এই অশান্ত জীবনের
সেই শান্ত মানুষটাকে।