কবিতা:- মানুষ ও বিষ
কবি:- মনোজ ভৌমিক


হকচকিয়ে উঠছে সবাই,মিডিয়া করে হৈ চৈ,
মানুষ নাকি ভাগাড় খাচ্ছে?এই কথাতে ভাজছে খৈ।


শকুনেরও পাইনা দেখা,শকুনও কি ঐ ভাগাড়েই?
তদন্ত এখন চলছে হেথায়,পাশের রাজ্যেও রৈ রৈ।


এ ধান্দা নাকি আগেও ছিল? হোটেলে কষা মাংসে আঙুল পেলো।
শুয়োরের মাংস নাকি  সেদিনও মটন বলে বিকোচ্ছিলো?


এ সব কথা এখন বলবো না,চাহিদাটা অনেক দেখি।
মরফিনে মোড়া ভাগাড় তাই পারসেন্টেজে দিচ্ছে উঁকি?


একটুখানি ভাবি চলো,এ দেশটাতে এখন হচ্ছেটা কি?
চালের জোগান দিতে গিয়ে,প্লাস্টিক চাল বাজারে দেখি!


ডিমটা কিন্তু রোজ খাওয়া চাই,ডক্টরবাবু বলেন এক্কেবারে সহি।
ওদিন বাজার ভরলো প্লাস্টিক ডিমে,এবার বলো জবাব কি দিই?


এ তো সব আমিষ ব্যাপার,নিরামিষটা দেখবে নাকি?
পনিরের কতই খাবার,পনিরেতে স্টার্চ নেই কি?


স্বতেজ- সবুজ শব্জীগুলো,কেমিকেলেতে নয়কি নুলো?
হরেকরকম খাচ্ছো যে ফল,গিলছ নাকি কার্বাইড গুলো?


অনেককিছু ধরতে গেলে,বেশ কিছুই আজ ভাবতে যে হয়।
কেমন দুধ খাচ্ছো তুমি?মিষ্টিটা কি নকল মেবাতে নয়?


মানুষ এখন পিঁপড়ে সমান,যখন খুশি হচ্ছে মরণ,
গন্ডা গন্ডা ওষুধ খেলেও দেহের বিষের নেই নিবারণ।


দুখের কথা বলবো কারে!চলো মানুষ নামের ফানুশ ওড়াই,
মনুষ্যত্বকে জ্বালিয়ে দিয়ে মানবিকতার ধ্বজা চড়াই।


এমনিভাবে চলছে চলুক,দেশটা তবুও আগে বাড়ুক।
কাঁচালঙ্কা পিঁয়াজ মুড়ি,সময়কালে "বলোহরি" বলুক।