কবিতা:- মিনতি শিবের কাছে
কবি:- মনোজ ভৌমিক


অনুভূতিটা সদাই আমার মনেতে থাকে আঁকা,
অনুভবটা হয়নি এখনো তেমনিতর পাকা।
ছোট্টবেলায় খেলার ছলে হয়েছিল তার দেখা,
বন্ধুরা যখন গেছিল ছেড়ে আমায় ফেলে একা।


সাঁঝেরবেলা আবঝারূপে পেয়েছিলুম তার দেখা,
বলেছিল সে মধুর হেসে,"একটুও ভয় পাস না সখা।
সৃষ্টি মাঝে সয়ম্ভু আমি থাকি সকল সময় একা,
আমায় খুঁজে পাবি না তুই ছাই ভষ্মে থাকি যেথাসেথা।"


তারপরেতেও কত খুঁজেছি পাইনি তার দেখা।
কখনো কখনো ঘুমের ঘোরে শুনেছি তার কথা,
"সৃষ্টি আমি! ধংস আমি!খুঁজিস আমায় অযথা?
আমায় খুঁজলে পাবিরে দুখ সুখ পাবি না হেথা।"


বলেছি তারে কাতর স্বরে,"সে সুখ চাইনা আমি,
দুখের মাঝেই সুখটা দিও সে সুখ অমৃত হবে জানি।
সৃষ্টি মাঝে দেখেছি তোমার অরূপ রূপটি আমি,
সব থেকেও যে আত্মভোলা তারেই শ্রেষ্ঠ প্রভু মানি।"


ঐ দেখো সব ঐশ্বর্যতরে করছে পূজা কারে!
ধন পেয়ে সব বলছে ওরা,"দেখ চেয়ে আমারে!"
অমন ধনে কিবা লাভ! যেথায় শান্তি নাই ওরে,
যেমন আছি তেমনি রাখিস মিনতি তোর দোরে।