কবিতা:- মিশ্রণ
মনোজ ভৌমিক
কালের গল্প শোনাই বলো আজ কাকে?
জ্যৈষ্ঠ পেরিয়ে আজ আষাঢ়ে মেঘ ডাকে।
সংস্কারের বেড়াজাল গেলে টপকে,
মনোবেদনা আজ মনেতে লুকিয়ে থাকে।
ঐ ঘোলা জলেতে পাঁকের গন্ধটা বেশী,
আর-ওর জলটা খুঁজলে সেথা পাবে কি?
শহরটা জানে দ্বিভাষীর যন্ত্রণা,
জাতপাত ভাষার ব্যর্থ সে গঞ্জনা।
স্রোতের টানটা যেদিকে যাচ্ছে যাক,
তুমি আমি দেখি প্রতিবাদটা মনে থাক।
পান্তাটা জানে না নুনের ভাগটা কত,
স্বাদ নিয়ে নিলে ভাবনা ওখানে হত।
প্রজন্মটা জানে আগামীর বিড়ম্বনা,
ভাষা ভাবনাটা আজ মিশ্রতে হোক গণা।