কবিতাঃ- মিথ্যে চাওয়া
✍️  মনোজ ভৌমিক

ভরা কোটাল ছিল যখন
ঐ শরীর জুড়ে তোর!
তখন কেন ভাঙালি নারে
আমার মনের দোর!!

উদাস প্রাণে ছিলাম চেয়ে
সদাই তোরই পানে,
একবারও ভেজাসনি মন
দেখিসনি আনজানে!

আজ যখন ভাঁটার টানে
বইছিস তুই সদা,
হৃদয় ছোঁয়া ডাক দিয়ে
বলিস কেন রে হাঁদা!

মজা নদীতে ঢেউ খেলেনা
সেটাও ভালো জানিস,
আমার জন্য আজ কেন রে
মিছেই মনকে ছলিস!

সাগর রঙে রাঙানো মন
আজ যে বড়ই ফিকে!
সময় হারা বেলায় কেন
দেখিস আমার দিকে!!