কবিতাঃ নাচিছে বিশ্ব চরাচর
পৃথিবী নাচিছে,অন্তহীন ঘূর্ণায়মান গতিতে,
আপন অক্ষেতে,বিজ্ঞানের ভাষাতে।
ঐদেখ,নৃত্যাঙ্গনা নাচিছে,কলার প্রকাশে
আপন খুশিতে,ভুবন মাঝারে।
যেমন নেচেছিল স্বর্গের অপ্সরাগণ, কলার বিকাশে
ইন্দ্র দরবারে, দেব-মনোরঞ্জনে
আবার নেচেছিল শিব, পার্বতীর আহ্বানে
প্রেমময় নটরাজ মূর্তিতে, সৃষ্টির ইচ্ছাতে।
নেচেছিল নারায়ণ, মোহিনী রূপেতে-
দেবতার কল্যাণে।
সেদিন নেচেছিল 'তারা', সমাজের ইশারাতে
প্রাসাদে- মন্দিরে, রাজনর্তকী-সেবাদাসী হয়ে।
চেয়ে দেখ, নাচিছে 'কিন্নরী' সমাজের পথে পথে
জীবনের কুটীল আবর্তে।
একদিন নেচেছিল পরমেশ্বর 'তান্ডব' রূপেতে
অগ্নিসমত্বেজে,ধ্বংসেরখুশিতে। আজ নাচিছে বিশ্ব চরাচর,যন্ত্রনাময় জীবনের জটিল চক্রে, হিংসার দাবানলে।