কবিতা:-নক্ষত্র হয়েই বেঁচে থাক
✍️ মনোজ ভৌমিক
ও শঙ্খ আর বাজবে না দিনে রাতে!
বাজবে না আর উন্নয়নের খাতে!!
শুনবে না আর গণতন্ত্রের আর্তনাদ!
শঙ্খ কলমে উঠবে না সেই নিনাদ!!
কালো অক্ষরে দেখবো শুধুই প্রতিচ্ছবি,
রক্তমাখা উন্নয়নে গর্জে উঠবে না কবি!
পরিবর্তনের পরিকাঠামো নিপাত যাক,
অমৃতলোকে নক্ষত্র হয়েই বেঁচে থাক।