কবিতাঃ- নাটকীয় জীবন
✍️ মনোজ ভৌমিক


জীবন ডায়রির প্রতি পাতায়
চরম সত্য রয়েছে লেখা,
নাটকের চেয়ে বেশি নাটকীয়
   রোজই নতুন করে শেখা।


বাঁচতে গেলে শিখতে হবে
  একটু আধটু অভিনয়,
এই জীবনের যাত্রা পথ
  সদাই কিন্তু নয় সদয়।


সবাই আজ মুখোশধারী
এ রঙ্গমঞ্চের অভিনেতা,
জানেনা কেউ,কোথায় ছল!
  কার মনে কত কুটিলতা!!


একে অপরকে হারানোর
   দৌড় চলছে বড়ই বেশি,
কে যে কখন মারবে ল্যাং
   বুঝতে গেলে সময় বাসি।


নাটকীয় ভাবনা নিয়েই
সবাই দেখি বাঁচছে আজ,
জিতে গেলে তুমি সিকন্দর
হারলে কিন্তু হারাবে তাজ।