কবিতা:-নূতনে নতুন নেই
✍️ মনোজ ভৌমিক


বছর নতুন হলে ওদেরই বা লাভ কি?
মজদুরি বিনা ঐ ভুখা পেট ভরে নাকি??

পেট জ্বলা মানুষদের সদাই রয় যে দুখ,
ক্যালেন্ডারের নামতায় নেই তো ওদের সুখ।

দিনটা জাগলে পরে শুরু হয় রোদ খোঁজা,
পৃথিবীর বয়স গোনা ওদের তো ভারবোঝা।

সময়ের অঙ্কেতে রাখবে কেন গো চোখ?
সন্ধ্যার ক্লান্তি মাখে রাতটা জাগায় শোক।

রোদ জল শীত সদা ওদেরকে ভালো চেনে,
ফাগুনের গান গেয়ে নেতারা তো ভোট কেনে।

ভাবে ওরা প্রতিদিন হোক না  রাজার ভোট,
তোষামুদে নেতাদের শুনবে নতুন ঠোঁট।

ক্যালেন্ডার বদলে গেলেও বদলায় না ছবিটা,
নূতনে নতুন নেই দেখি শুধু নতুনের ভণিতা।