কবিতা:- অবেলার ফুল(৪৫০তম)
মনোজ ভৌমিক
কোথা হতে আসে বলো ওই মেঘ রোদ্দুর!
এখন জমানো হৃদয়ের শীত গেছে দূর।
আড়ি পাতা কান নিয়ে কে যে শোনে হাঁড়ি কথা!
আজ এ বৈশাখীবায়...নেই ভালোবাসা কথা।
টুকটুকে ফুলগুলি কেন মিটিমিটি চায়!
ভ্রমরের আনাগোনা, একে অপরে তাকায়।
ঐ কলিদের পরখ করে কালো ভ্রমরেরা,
বেলা শেষে ফুলগুলির থাকে মুখ গোমরা।
ওখানে উন্মাদ বায়ু যায় বৃন্ত চুমে,
অতৃপ্ত সেই বাসনায় পড়ে ওরা ভূমে।
ভ্রমর কি বোঝে বলো ফুলের হৃদয় কথা!
সময় ফুরানো বেলা কেবলি জমানো ব্যথা।