কবিতা:- ওজন বুঝে চলা
              মনোজ ভৌমিক


ওজন নিয়ে চলছে আজকে ভীষণ জলঘোলা,
ওজন ওজন করছে সবে,ওজন কারে বলা?
চলোনা ভাই ওজন নিয়ে করি কিছু  আলোচনা,
ভেবোনা কেউ, করছি আমি কারুর সমালোচনা।


বয়সকালে সবার ওজন বেশ বৃদ্ধি পায়,
না বাড়লেই বুঝতে হবে অসুবিধা কিছু তায়।
ভারিক্কি না থাকলে দেহ বলবে কে আর ওই ,
" ও দাদাভাই? ও দিদিভাই? চশমা রাখলে  কই?"


সেদিন মোড়ের মাথায় এক ভদ্রের সাথে দেখা,
একগাল হেসে বলেন, "বহুকাল পর, হে সখা!"
জমিয়ে নিয়ে বলে তিনি হেসে, "চারচাকাটা কোথা?
বাড়ী কি বদল? সোসাইটির দিন তো লেখাজোখা।"


আমার তো ভাই দুটি বাংলো, তিনটি চারচাকা,
শীতাতপ কামরা,নেই তো শীত-গ্রীষ্মের দেখা।"
এমনই সব কথার ঝুরি ,শেষ হয়না কথা।
চুপচাপ ভাই সেখান থেকে দিলাম আমি হাঁটা।


হাঁটতে হাঁটতে একটি কথা ভাবছিলাম সদা,
আজকের দিনে ওজন ভাই সবার সেরা  কথা।
পকেটে না থাকলে কড়ি, ওজনে বেশ   ভরপুর,
সম্পর্ক এসে বলবে,"যাচ্ছি অনেক দূর।"


আকাশে ভাই ওজোনস্তর হতেছে বেশ কম,
তাই তো চলে ধরার বুকে উষ্ণায়নের দম,
সব দেশেতে গরমা গরমি ওজন নিয়ে চলা,
ওজনদার দেশেই আগ্নেয়াস্ত্রে বোলবোলা।


আজ উচিৎ ওজন বুঝেই সঠিক পথে চলা,
নইলে তো ঘা দেবে,যাদের আঙুল ফুলেই কলা।