অণু কবিতাঃ- অপাংক্তেয় ফুল
✍️ মনোজ ভৌমিক

যে ফুল সারারাত সুগন্ধ সৌরভ ছড়িয়ে
লুটিয়ে পড়ে ভোরে মাটির বিছানায়,
সেও তো এই ধরার বুকে শোভা দিতে চায়,
সে কি জানত বিধাতার শেষ অভিপ্রায়!

তবুও সে জাগে... শরতের প্রতিটি নিশুতি রাতে
কামনার লোলুপ দৃষ্টি ছুঁয়ে বিলিয়ে দেয় যৌবন কস্তুরী,
প্রতিটি ভোর কেন বলে,তোরা অপাংক্তেয়!
দেবতা তো বোঝেন,এ সময়ের মজবুরী।