কবিতা:- ওপারের ডাক এসে গেল
কবি:-মনোজ ভৌমিক।


ধীরে ধীরে সময় চলে এল!
ওপারের ডাক যেন কানে বাজে অহরহ।
এই তো সেদিন! বাবার আঙুল ধরে চলতে শিখেছিলাম।
মায়ের আঁচলতলে মমতা মেখেছিলাম।
মাটির গন্ধ নিয়ে নীল আকাশ দেখেছিলাম।
জীবনে তখন চঞ্চল শৈশব এসেছিল।
ভাবাতুর কৈশর,মনকে অনেক জ্বালিয়েছিল।
এটা করবো! ওটা করবো!এই হব! ঐ হব!
কৌতূহল দীপ্ত উদ্দীপনা ছিল শত শত।


তারুণ্যের কাছে এসে,প্রেমেরকুষমগুলি,মাথা নেড়েছিল।
হৃদয়ের অনন্ত গভীরে, ঊন্মাদ যৌবন এসেছিল।
প্রেমের স্পন্দন তখনি ফুল হয়ে ফুটেছিল।
মনের আম্রকুঞ্জে কুহু ডাক এল।
মাধবীবিতানে,ভালোবাসা হাত ধরে,
সুগন্ধিত সংসার পেতেছিল।
জীবনের জটিল সমস্যাগুলো
ঘুর্ণায়মান নদীর মতন
ধীরে ধীরে চোখের সামনে ভেসে এল।
পুরাতন বন্ধু,আত্মীয় -পরিজন, ক্রমশ দূরে চলে গেল।
সন্তান-সন্ততি নিজ নিজ সংসার পেতে নিল।


তুমি আর আমি,বসি বাতায়নে,
ভাবি আনমনে,এই আলবেলা ক্ষণে,
ওপারের ডাক যেন কানে ভেসে এল।
চুল পাকে,দাঁত নড়ে,চোখ কম দেখে,
কান আজ কম শোনে,চলতে কষ্ট হয় যে!
এই বুঝি, জীবনের সায়াহ্ন এসে গেল!
তাই আজ মনে হয়,ওপারের ডাক এসে গেল!