কবিতা:-অসময়ের বন্ধু
মনোজ ভৌমিক
সময় যখন খারাপ হয়
কেউ দেখেনা ঘুরে,
পরিজন সব মুখ ফিরিয়ে
হাঁটতেই থাকে দূরে।
নীতিবাক্য সবাই শোনায়
সাহসটা দেয় কেরে!
এই কথাটি সবাই জানে
সব্বাই মানে ওরে।
তবুও কেন মানুষজন
আজ হাপিত্যেশ করে?
তাই তো বলি ও মানুষ তুই
চলরে নিজের ভরে।
যেমন চাদর তেমন ঢাকিস
পা নিস্ না বার করে।
চাদর খানি ছোটো হলেই
আঙুল তুলবে তোরে।
এ ভূভারতে একটা কথা
সবই মানতে হবে,
স্বার্থ বিনা সবাই তোরে
দূরেই যে ঠেলে দেবে।
সময় খারাপ তখন তোর
বুঝেই চলতে হবে।
ঈশ্বরেতে ধ্যানটা রাখিস
বলিস্ না কিছু কারে,
মনের ব্যথা শুধাস তারে
সাহস দেবেই তোরে।
অসময়ের বন্ধু বলতে
সেই আছে একজন,
ছলে বলে ও কৌশলে
খুঁঁজে নেবে তোর মন।