কবিতা:- অতৃপ্ত বাসনা
              মনোজ ভৌমিক


মাটি ছুঁয়ে চলে গেছে গৃহস্থ রোদ্দুর,
হাঁপ টেনে শুয়ে আছে রাস্তার কুকুর।
বড় পুকুরেতে নেই আজ আকাশের ছবি,
ক'টা মাছ পেলো বলো ওই মাছরাঙা, কবি?
বাঁশপাতা ঝরে পড়ে দেখো দারুণ আবেশে,
জীবনের সজীব কথাগুলি বলে হেসে হেসে।
গাঙচিল উড়ে গেছে সেই কবে কোন দেশে!
চাতক চাওয়া হারায় উষ্ণ নি:শ্বাসে।
ন্যাংটো শিশুটি উঠোনেতে রোদ টেনে হাঁটে,
কৃষাণীর  ভালোবাসা আজ শুকোয় মাঠেতে।
ভাগীরথী তীর বেয়ে চলে পুরানো সে সুর,
সন্ধ্যা ঘনিয়ে আসে সুদর্শন বহুদূর।
দিগন্ত-আলো চোখে আজ বলে যায় কারা!
রূপসার ঘোলা জলে হয়নি স্নান সারা।