কবিতা:- পারিজাত ভাব নিকেতন
✍️ মনোজ ভৌমিক
সৌরভ সুষমা ভরা স্বপ্নের আকাশ,
স্বর্গীয় উদ্যান নহে বঙ্গেতে নিবাস।
অনিন্দ্য সুন্দর রূপ শত বৃত্তদল,
মোহিত ভাব সাম্রাজ্য নিহারী সকল।
দিন দিন বিকশিত নবারুণ রাগে,
দখিনা পবন যেথা রয় সদা জেগে।
কুসুমে কুসুমে রহে বড়ই হৃদ্যতা,
ভাগ করি লয় সবে আনন্দ বারতা।
দুঃখ দৈন্যতা ভুলি হৃদয় কথন,
সুধী জনে করে যেথা ভাবের বর্ণন।
জীবনের উপলব্ধি কলম কালিতে,
দৃঢ়তা প্রদান করে সমাজ গড়িতে।
পারিজাত নাম তার ভাব নিকেতন,
মুখরিত উৎসবে এসো কবিগণ।